আপনার কি মনে আছে বন্ধু
   যখন আপনাকে কুয়াশায় দেখতে পাইনি
কাছে এসে বলেছিলেন আপনি দিপ্তি
আমি শুধু আপনার সিঁথির রং দেখেছিলাম
আপনি বললেন কি দেখছেন? ওটা --
লোহিতসাগর!
আমি আপনার পা থেকে মাথা লক্ষ করি
সহসা আপনার ঠোঁটের রং লাল হয়ে যায়
আমার উত্তর ছিল রামধনু...

যখন আপনার হস্তরেখা দেখি,
আপনার মুখের রং ফেকাসে !
সবাই বলে আপনার আমার বন্ধুত্ব মজবুত
কিন্তু আজ পর্যন্ত আপনাকে বুঝাতে পারিনি,
   মানুষের রং এর সাথে --
   গিরগিটীর রং এর সাদৃশ্য আছে ।

------------------------------------
@নীল অভিজিৎ