সেই মেয়েটি রক্তজবা বর্ণঝরা চোখে
চেয়েছিল বিরলতায় আধোআলোর ঘোরে
ছিল বোধহয় বিরল শোকে মেখে
হারিয়ে যাওয়া পৃথিবীর শ্বাপদ রাতের মোড়ে
অনাথিনী শুকনো কালো মুখে
ডেকেছিল আমায় পারাপারের স্বকীয় সেই রথে
ছিলাম দ্বিধায় শেষ কাহিনীর পাঁকে
সেই মেয়েটি ঘর ছেড়ে যায় পাথর জমা পথে
রুপান্তরিত হয়ে শিরদাঁড়া হীন বেঁকে
রাষ্ট্রনীতির থালায় ছড়িয়ে দিল নিষিদ্ধ বাতাসা
দুপুরবেলায় আদালতের গেটে
আকাশ ছেঁড়া শোকাশ্রু তার পাতা লিখি সর্বনাশা
অছিলা এক বাংলা-ভাষায় হেটে ।