কিছু স্মৃতি কিছু ফটোগ্রাফ
কিছু ঘটনা এমনি মুছে যায়...
কখন ছাতা পড়ে অথবা অপ্রকাশিত রয়ে,
দীর্ঘনিঃশ্বাস ফেলতে ফেলতে চাপা পড়ে যায়,
অসচ্ছল হতে ধূসরিত হয়ে, হারিয়ে যায়,
কোন একদিন যদি কেউ অনুমানে করে--
কোন এক ছোপওয়ালা পাণ্ডুলিপি,
শুরু থেকে শেষেটা--
ঠাহর করা মুশকিল হয়ে পড়ে

এটাই চরম ঘটনা,
বিচার তখন সত্য আর মিথ্যার মাঝে,
শব্দ না বেরলে, মুখ দিয়ে যেমনটা গোঙ্গানি...
প-প-প শব্দ বেরিয়ে আসে,
'প' মানে, পুলিশ, পশ্চাতপদ, না পলায়ন?
আসলে 'প' মানে সকল মানুষ কিন্তু পশু,
এটাই চরম ঘটনা!