স্বপ্নেই আসো সোমা
হাসি মুখে টিপ পড়ে
স্বপ্নেই থাক জমা
হেসেছি সেদিন জোরে
ভয় পেয়ে ছিলে তুমি
যদি জেনে যায় কেও
সামলিয়ে বলি আমি
স্বপ্ন ভাঙ্গলে চলে যেও
স্বপ্নেই দূরে চল যাই
জীবনের ভিড় ছেড়ে
শহর শেষে অচেনাই
হাত ধরো তুমি জোরে
পাশে হাস চিৎকারে
বিস্ময়ে চেয়ে থাকি
মেঠো পথ গেছে দূরে
ভরা নদী চেয়ে দেখি
বসি তুমি আমি ঘেঁষে
তুমি সামলাও আঁচল
লুটায় সবুজ ঘাসে
চোখের চাহনি সজল
চোরকাঁটা বাছি আমি
আঁচলের ফাঁকে দেখি
কাজল পড়েছ তুমি
পাশে শুধু চেয়ে থাকি
স্বপ্ন হয় কি সত্যি
আকাশে ফুটল জুঁই
কাছে আসার আসক্তি
এবার হাতটা ছুঁই
চল উঠি এই বার
বাড়িতে এগিয়ে দিই
পথে যদি দেখে বর
বলো স্বপ্নেই ছিল ফ্রী !!