একজন কথা রাখেনি
না রাখল থাক সে কথা
সবই’তো কথার কথা
দৈর্ঘ্য প্রস্থে মানুষও পাল্টায়
তুলনা দেওয়া চলে না
প্রতিদিন এক আসে’না
আর একজন কথা দেয়
প্রমান করে কিছু-কিছু বলে
সাক্ষী থাকে দেওয়ালে
দেখা হয় দুজনার চৌকাঠ পেরিয়ে
সন্ধি হোল, কেমন ভাবে
কে কার ভিতরে ঢুকবে।