একটু বলবেন কি,
কোথায় পাই নিবিড়তা একটু সজীবতা?
না না... ভুল বুঝবেন না অমনি,
মনতো আমার তরল ছিল ভরা গভীরতা;
নিভৃতে চয়নে ডুবেছিল তেমনি,
স্বপ্নের বাঁধটা বেশ শক্তও ছিল,
ওই যে... জলভার এল,
বুকের ফাটল দিয়ে বেড়িয়ে গেল।