ধ্বংস হোক মুছে যাক ও আমার শত্রু
ও আমার সব কেড়েছে, পাহাড় নদী নালা
পরিত্রাণ নেই ওর, ও’যে আমার অশ্রু
শান্তিহারা এ’বুকেতে ছড়িয়ে দেওয়া জ্বালা
কর্মে নিজের অধিকার... ওর মুখোশ খুলবই
ওর পথেই ও ঘায়েল হবে... হবে যে আড়াল
নিজের মনে নিজেই বুনি জাল
কর্মে নিজের অধিকার, ওর থলে খুলবই
থলে খুলে চমকে দেখি, নিজের জীবনচরিত বই।