আমার ভীষণ বাঁচতে ইচ্ছা করছে...
জানি আমি মরে যাব,
হয়তো এক-দুই’মাস,
হয়তো তার একটু বেশী...
আমি জানি, রোজ আমি বিকল হচ্ছি
আমার শরীরে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ,
আমার আয়ত্তের বাইরে,
তবুও আমার ইচ্ছা, অনেক দিন বাঁচি,
কেউ ভালো করতে পারবে’না,
জানি শুধু শুধু সময় নষ্ট, কিছু মানুষ--
নিজের বাহবা, ডিগ্রী ও পদাধিকার
এছাড়া কিছুই হয় না।
সেজন্যেই সৃষ্ট চিকিৎসা বিজ্ঞান,
এইতো সুযোগ, তুমি কিছু দাও যদি,
আমার রোজগার হোক।
সব জায়গায় বেচাকেনার সূত্র,
বিনা-পয়সায় ভালো হয় নাকি?
সবকিছুতেই একটা কারন থাকে,
রোগের নামকরণ মানুষই করেছে,
মরণমুখী দুরারোগ্য বা যতসব ক্যান্সার,
তার চাইতে বেশী কিছু হলে বলে দিও,
একগুচ্ছ অজুহাত, বিজ্ঞান আয়ত্তের বাইরে,
ভাঙ্গা হৃদয়টা বেশী ভাঙ্গলে জোড়ার জন্যে
দামী বৈজ্ঞানিক আঠা পাওয়া যায় কি?
মিথ্যেকে সত্যি বলে বেচাকেনার বাজারে,
চরম সত্যি মৃত্যুকেও বিক্রি করে দেয়,
স্বপ্নের মধ্যে কখন যে ঢুকেছে এই মৃগতৃষ্ণা,
তা আমি নিজেই জানি না,
সেই বৈজ্ঞানিক আঠা যদি পাওয়া যায়?
ভাঙ্গা হৃদয় জোড়াতাপ্পি দিয়ে,
অনেকদিন বাঁচি, চল প্রচণ্ড ভালোবাসি,
আর একটু বেশী করে বাঁচতে চাই,
রোজ রোজ হারিয়ে যায়,
শুধু ভালোবাসা গুলোই হারায়,
সে’কোন জায়গা, যেখানে শুধু--
শিশিরে মোছা হৃদয় পাবে?
কারোর জানা থাকে যদি, প্রভু সন্ধানে আছি।
চলো ভুলে যাই প্রতিদিন, জীবন ছোট হচ্ছে,
মৃত্যুর আগে, একে অপরকে ভালো করে,
বেশী করে আরও প্রবল ভাবে ভালোবাসা যায়।