মেঘ করেনি আমার মনে
হারিয়ে গেছে সেই নীলাকাশ
সঙ্গী হারা সংগোপনে
বাতাস ভারি নিঃশ্বাসে সাজ
নিদান কালের ঝরাপাতা
খরার স্পর্শে মলিন যে আজ
হঠাৎ যদি উড়ায় হাওয়া
জীর্ণ পাতা চৈত্র দিনে
চোখের বিষাদ জলে ধোয়া
বৃষ্টি যদি কাঁদায় আমায়
আনমনা এক দুপুর দিনে
জলতরঙ্গ সুরের নেশায়
ঝরার দৃষ্টি তোমার মনে
হঠাৎ পড়ে আমার ওপর
ভাসাক বৃষ্টি ঝুম বর্ষণে