জলের কথা শোনাও
যদি প্রবাস স্থলে।
তোমার চিঠি ভিজল কেন
চোখের জলে।
মনখারাপী শুকনো বেলা
আজ দুপুরে।
ভীষণ ভাবে জড়িয়ে গেল
স্মৃতির ভারে।
কালকে ছিল উষ্ণ রাতে
তোমার ছোঁয়া।
সেই কিনারায় উচ্ছলতায়
সুরের হাওয়া।
লাগলো আবীর হটাৎ করে
তোমার গালে।
ভালোবাসার উষ্ণ হাওয়ায়
অন্ধ তলে।
চোখের জলের থেকেও যদি
হয় সে ভারি।
বুকের জলের গোপন ব্যথা
সে আমারি।