ভিজেছি আজ আমি এই সন্ধ্যায়, আবেশিত ঘামে,
আবার হারালাম আমি, শহরের কোন এক প্রান্তে,
কবিতা খুঁজতে গিয়ে কবিতায় আমি,
অনেকটা বেঙ্গলি টিন এজ দের মতোই,
পিছু বাঁধে কিছু গান, কোথায় হারিয়ে গেলাম?
ফুটে চলেছে আজও বকুলের রাশি সেই আড্ডায়,
নীরবে দাড়িয়ে ছিলে এসে চৈত্রের সেই হারানো সন্ধ্যায়?
বদলে যাছে প্রতি মুহূর্ত, বদলাবে তুমিও তো!
আহত স্মৃতির ভীড়ে কত সন্ধ্যায় গোধূলির ছিটে,
নীলাম্বরী নীল আঁচল উড়ে হুগলী নদীর জলে ধুয়ে যায়,
ভালোবাসা আর উন্মাদের কিছু টান...
শ্রাবণী, বিপাশা অঞ্জনা পাল আর কেতকীরা কত,
জানি না কোথায় হারিয়েছে তারা, দেয়ালের ও কান আছে...
ঐশ্বর্যশালীর মতো বলি, প্রেম তুমি আছো, হারাবে না আজও,
বারেবারে একই সুধা পান করি ভিন্ন ভিন্ন পাত্রে !!!