ছোট্ট সেই নদী করলা যে নাম,
চলে পাহাড়ের তল ধরে গতি তার আঁকাবাঁকা।
পাশে রেখে যায় চায়ের বাগান,
ছোট রেলসাঁকো নীচ দিয়ে জায়গাটা ফাঁকাফাঁকা।
ঘন সবুজে চারধার ছাওয়া দূর,
শিমুল-পলাশ ছাতা ধরে রাখে জলে ভাসে ফুল পাতা।
নুড়ি শিলা তলে নীরব দুপুর,
হাঁটু জল স্রোতে কুলুকুলু স্বরে প্রকৃতির ভাষা কথা।
ঘুরে আসি চল... একবার যাই,
পাহাড়ের নীচে নির্জন স্থান জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার।
মনে আজও আছে একটু দূরেই,
দেবীচৌধুরী রানি সেই কালীবাড়ি পুরাতন কবেকার।
ঘুরে আসি চল... একবার যাই,
সেই দিন গুলো খুঁজে যদি পাই।