এখানে আসে না কেউ,
নেই ভালোবাসা,
নেই সমুদ্র,
এখানে আসে না ঢেউ,
এখানে শুধু ব্যথা জ্বলে,
নেই শীতল হাওয়া,
নেই আহতের শুশ্রূষা,
এখানে তপ্ত হাওয়া চলে,
এখানে শুধু ব্যথা হানে,
নেই কাছে পাওয়া,
নেই গান গাওয়া,
এখানে শুধু মুখোশটা চেনে,
এখানে সকলে কাঁটা কুড়ায়,
নেই স্বর্ণচাঁপা-বেলি,
নেই কোন মালী,
এখানে লোকেরা আগাছা ভরায়,
এখানে সবাই দোষ দিতে জানে,
নেই উদারতা,
নেই প্রত্যাশা,
এখানে কে বাস করে মনপ্রাণে?