স্বাদেশিকতা, তুমি কি পুস্তক প্রভাবাধীন আর,
পত্র-পত্রিকার দ্বিধাহীন এক অভাবনীয় পণ্য,
নাকি শক্তির কাছে,
নেতৃত্বের অবিরত পরাজয়ে এক মৃত সৈন্য ?
স্বাদেশিকতা, শুধু কি তোমাকে পাওয়া যায় স্বাধীনতাদিবস কুচকাওয়াজে,
অথবা সুন্দর শিল্পীদের মুখে মুখে কোন রঙ্গমঞ্চে,
রেডিও, টিভি, মাইকে,
বা অবস্থান কর দেশআত্মবোধ সংগীত হয়ে আঁজুমান মালঞ্চে ?
স্বাদেশিকতা, তুমি কি জনসভা বক্তৃতার শব্দকোষের জাগা উচ্চারিত সশব্দ,
কিংবা সিনেমার পর্দায় চাঞ্চল্যকর দৃশ্যের রোমহর্ষ উন্মোচন,
নাকি অশ্রুসিক্ত মায়ের,
আশাহীন স্বপ্নভঙ্গ ব্যথিত ব্যাকুল এক ইতিহাসের নির্বাসন ?
স্বাদেশিকতা, তুমি কি অর্থনীতির কাছে নির্ধারিত মূল্যে বিকে যাওয়া এক পণ্য,
নাকি রাজপথ ধরে সর্বহারার মিছিল,
ক্ষুধার্ত শিশুর,
যুগ যুগ ধরে কেড়ে নাওয়া অন্নের অংশে শামিল ?
স্বাদেশিকতা, তুমি কি সহস্র মেহনতিদের শাবল কোদালে গড়া বলিদান,
নাকি মার্বেল পাথরে গড়া কোন এক আশ্চর্য,
অথবা ইট পাথরে গড়া,
মেহনতির ঘাম-রক্তে রচিত প্রতিরক্ষার জন্য প্রতিরোধী কোন এক দুর্গ ?
স্বাদেশিকতা, তুমি কি কোন দিশেহারা ওলট পালট করা চিন্তার ঢেউ,
ধুয়ে যায় ধরণীর সব বাধা প্রতিরোধ ঘনীভূত দীর্ঘশ্বাস আর গ্লানি,
ভরা দীঘি-সম প্রতিফলিত তোমার চোখ,
সমুদ্রের নাভি থেকে উঠে আসা দুর্বার স্রোতের অব্যাহত বাঁধভাঙ্গা পানি ??
স্বাদেশিকতা, তোমার বর্ণনা কি ভাবে করি বল,
তোমার সাথে কখনো দেখা হয়নি আমরা যেমন দর্শন করি সুপ্রাচীন স্থান,
উপলব্ধির সামান্য অংশের অনুবাদে আমি যে অযোগ্য,
নেই পুঁথিগত বিশুদ্ধ আবেগ, কি ভাবে লিখি তোমার অস্তিত্ব আর অবদান ???