মিছে শোরগোল কর, নেই কোন কাজ,
দীপন শান্তিতে ঘুমায়, খাটে শুয়ে আজ,
ও’যে কিনেছিল ঘুম, মানুষকে ভালোবেসে,
চিরদিন ঘুমাক, যত শান্তিতে শেষে,
ও’যে ঘুমায়, অনেক ক্লান্তির ঘুমে,
ওকে জাগিও না, ওর একান্ত রুমে,
কোন দিন যেন না উঠুক, ভুলেও কোন ক্ষণে,
যদি জাগাতেই হয়, জাগুক তোমাদের মনে,
মিছে শোরগোল কর, নেই কোন রাজ,
দীপন শান্তিতে ঘুমায়, খাটে শুয়ে আজ।।
----------------------------------------------------------------
গত ৩১-অক্টোবর-২০১৫, ফয়সাল আরেফিন দীপনের নৃশংশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদে এই কবিতাটি প্রকাশ করলাম। শহীদের প্রতি শ্রদ্ধা জানাই ও তার আত্মার শান্তি কামনা করি।