খেলাটা অনেকটা দাবা খেলার মতো
তবে এ’খেলা রানি প্রধান, তিন চালে কিস্তিমাৎ
খেলছি আমি আর আমার বিপরীতে...?
সহধর্মিণী!
রেফারী শ্যালিকা!
দর্শক শ্বশুর শাশুড়ি বাবা মা ছেলে-পুলে
খেলাটা বেশ জমে উঠতেই
রেফারীর ঘোষণা, সুযোগ আসলেই রানিকে মারো
সহসাই দেখি, একটা মশা বসে আমার সহধর্মিণীর গালে
দুঃখের বিষয় সুযোগটা তখন আমার দিকে ছিল
আমি কিংকর্তব্যবিমূঢ়!