দিনের ক্লান্তির অনুভবে যখন আমি ফাটাছেঁড়া,
একা ব্যথিত আহত কোন জন্তুর মতো,
প্রতি দিনের ব্যস্ততায় বসন্তের জোয়ার-
শোষিত এ’দেহে অবসন্ন মনে,
আশার নিস্ফল ক্রোধে ছিন্ন হয়ে-
মনের দীর্ণ গুহার ভিতরে পার করে দিন,
প্রাণেও জাগে না কোন জীবন্ত সম্ভার।
নিজের অচেতনতা ছিল প্রতি-পলে,
ঘিরে উপেক্ষিত ছিল পাশে ঘাসে ঢাকা জমি,
পলকের ফ্রেমে ধরা দেয়,
তোমার ফেলে রাখা অতি পরিচিত সেই দুটি-দুল,
শরতের পরশে মাখানো অবিরাম বৃষ্টি-
গুজরিত হোল তাই ধমনীতে,
আমার প্রিয় থেকে প্রিয়তম,
প্রতি দিনের তৃষ্ণার অবসান কর,
যেন সহস্র প্রদীপ জ্বেলে অপেক্ষা রত,
তোমার করুণার আঁচে দাউ দাউ করে পুড়ি,
নিমেষে শুষে নাও বুকের অতলে,
দুটি প্রাণ মিশে যাক একটি স্রোতের ধারায়,
শেষ হোক সব আশা হতাশার খেলা,
অবিরত চুম্বনে চুম্বনে,
এস নগ্ন হোই, দুটি সুন্দর শ্বেত শিশুর মতো,
একটি স্রোতের ধারায়,
শুধু তাকাই, আমরা একে অপরের দিকে, অপলক দৃষ্টিতে,
সারা-রাত সারা-দিন হয়ে যুগ-যুগান্ত পার করি,
তারায় তারায় ছায়াপথে রটিয়ে বার্তা,
তুমি আমার একান্ত প্রেমিকা।