অগুন্তি নক্ষত্রপুঞ্জের মতো জাজ্বল্যমান ছায়াপথ ধরে,
শতাব্দীর পতাকা হয়ে দাঁড়িয়ে তোমার নিবিড় মমতার আলিঙ্গনে,
অন্ধকারের শ্যামলিমায় ঘিরে থাকা প্রহরের শেষে, তোমার স্পর্শে বেড়ে ওঠা,
শরতের শিউলির মতো ঝরে যাওয়া চারটে শারদ কানন পার করে,
আজন্মের সাথী তুমি, পলে পলে গড়ে ছিলে স্বপ্নের উড়াল পুল,
ত্রিভুবন পার হয়ে সেই উড়ে যাওয়া, কোথায় কৈলাস!
আবার একটি বছরের অপেক্ষা রত।।
------------------------------------------------------------------------
আসরের সবাইকে জানাই আমার ৺রী বিজয়ার শুভেচ্ছা অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা।