১)
চেয়ে ছিলাম তোমার ভালবাসা,
বাঁধি আমি বিরহের  ভাল  বাসা।


২)
কে দিয়েছে  তোমায়  মন্ত্রণা,
জানি তোমার মায়ের মন্ত্র  না।


৩)
বুকে যেন সুচ ফোঁটে ভর দুপুরে সে’যে এক যন্ত্রণা
কি করে বোঝাই আমি যে মানুষ,  আমি যন্ত্র  না।।