এখানে অন্ধকার, লোডশেডিং চলছে,
মোমবাতির হলুদ আলোয় এক দৃষ্টিতে চেয়ে,
আমি আর নাটোরের বনলতা সেন।
ঝরছে বৃষ্টি বাইরে, আমার এই মরচে পরা টিনের চালে,
শুনতে পেলাম ২৬সে জানুয়ারির-
ড্রাম বাজিয়ে এনসিসি প্যারেডের স্বর।
বৃষ্টি পড়ছে গাছের পাতায়,
বৃষ্টি পড়ছে হাবুলদের বাড়ির চালে,
বৃষ্টি পড়ছে ফাটা নোনাধরা দেওয়ালের গা ঘেঁসে,
বৃষ্টি পড়ছে আমার মনে, বৃষ্টি পড়ছে আমাদের মনে।
শুধু শান্তির আরো গভীরতর বৃষ্টির খোঁজে,
আমি কান পেতে আমার অনুভবে, আমার প্রাণে নিশ্বাস নিই,
চলো বনলতা সেন, আমার হাত ধরো-
চলো অনেক দূরে যেখানে মানুষ নেই...
নেই অস্তিত্ব রক্ষার নামে মারনাস্ত্র ।
নেই জীবনরক্ষার নামে জীবনবিনাশী হাতিয়ার।
নেই উন্নত মানের পারমানবিক বোমা,
নেই বেদনাময় এই অনিশ্চয়তা,
নেই দ্বন্দ্বময় বেগবান দর্শন,
নেই অসহায়ত্বের আবর্তে আটকে পরার শৃঙ্খল,
নেই অপুষ্ট, বীভৎস-করুন মানুষের ক্ষুধা, অকালমৃত্যু,
নেই দুর্ভিক্ষ আর দুঃশাসনের নির্ভৃতে দুমড়ানো-
মুচড়ানো তছনছ বাসনাগুলো,
নেই ঘাড়ে চাপানো ঔপনিবেশিক গোলাম বানানোর শিক্ষাযন্ত্র,
নেই শ্রেনীর বৈষম্য আর আকন্ঠ উড়নচন্ডী মদের-
নেশায় ডোবা নিয়ন্ত্রিত কালো ভবিষ্যৎ।
শুধু থাকবে আমাদের বিশ্বাস, উৎসব,
আনন্দ আর প্রশান্তির পৃথিবী,
আমাদের শস্য আর সুন্দর স্বাস্থের পৃথিবী,
যেখানে শিশুরা হবে ভুবনের সব চাইতে বেশী-
সুন্দর ফুলের মতো সম্পদ।
শুধু আশা করবো মর্যদার ভিত্তি মেধা,
সাহস, শ্রম, স্বাস্থ্যবান, কর্মঠ ভবিষ্যৎ।
শুধু বসন্ত আর বৃষ্টির বন্দনা করবো-
মাদল বাজিয়ে শস্যের উৎসব সেই পূর্নিমায়।
শুধু তুমি আর আমি...
আর লিখব গৌরব ময় কবিতা।
সাথে আমাদের গৌরবময় মৃত্যু।
পরিশেষে আমি একা, আবার সেই বৃষ্টি পড়ছে!