মা – মানুষ খুন জখম শোষণ নির্যাতন নিপীড়ন
চারিপাশে পশুত্ব এত কান্নাঝরা মর্ম নির্যাতন।
ন – নবীন প্রাণ নূতন স্বপ্নের আশা প্রতি দিনে
ভরে হৃদয়ে ফুটছে ফুল নানা রঙে কাননে।
ব - ব্যাকুলতা সুন্দর সমাজ গঠনের দৃষ্টি
নবীন প্রবীণ উচ নিচ মিলে সে এক সৃষ্টি।
তা – ত্যাগ আর বলিদানে সকলের অবদান ঝরে
রক্তের নদী বহে আগুনের গান মিলিত সুরে।