কত নীতি কত মানবতা আছে এই ভুবনে।
নীতি মানবতা বেচা কেনা চলে সন্তর্পণে।
মারে তারা কত লোকজন।
শোনায় তারা শত্রুর পতন।
যুদ্ধ অবসরে শান্তির ঘুমে দেবশিশু সমুদ্র ধারে নির্জনে।
---------------------------------------------------
প্রত্যেক দিনের মত কবিতা আজকে আর লিখতে ইচ্ছা করছেনা, তবুও লিখে ফেললাম। জানি না কেমন হল? সত্যই, কারোর মনে কি কোন সংবাদ পৌঁছে দিতে পারলাম?