শ্রী রামচন্দ্র গমনে হরিষ বিষাদে।
বহিছে চক্ষুর জল শঙ্কায় প্রশ্বাসে।
সতী সীতা ত্যাজে চান লোক অপবাদে।
সীতারে ভ্রমে কহেন নিষ্ঠুর আশ্বাসে।
ছাড়িয়া রহিলে দশ মাস লঙ্কা তরে।
ভুবনের অপযশ সহিতে না পারি।
পতিপ্রেম শঙ্কায় দর্শী তোমা অন্তরে।
অন্যত্র সস্থান কর রামচন্দ্র ছাড়ি।

রোদন মূর্ছিত তত ঘরণী শ্রীরাম।
ধীরে কহে জানকী মুছি অশ্রু নয়নে।
বিনা কারণে ত্যাজ ইতর নারী ভ্রম।
কৃপা আদেশ কর পর দিন লক্ষণে।
হে মোর প্রাণাধিক দশরথ নন্দন।
রচ অগ্নিকুণ্ড মাপি সতীত্ব ভূষণ।


-------------------------------------------------------------
কবিতাটি শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:

কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ