প্রেম লিখতে লিখি গেম
হায়রে আমার সাধের প্রেম
কি আর তরে কমু সেম্ সেম্
পরান লিখতে গিয়া লিখি জিরান
হায়রে আমার সাধের পরান
তা হইলে সারা জীবন দাঁড়ান
ফুল লিখতে গিয়া লিখি ভুল
চারদিকেই তো ভুল
খাইছেরে আজ’না রবিবার হাউসফুল
হৃদয়হরণ লিখতে গিয়া লিখি অপহরণ
গলা মিলাইতে গিয়া ধরি চরণ
যানশ না চরণ ধরা আইজকাল বারন
ভগিনী লিখতে গিয়া লিখি বিনোদিনী
হায়রে আমার বিনোদিনী
চুপ কর বিনোদিনীর আজকাল অভাব ---- অটা কলঙ্কিনী
পাশ লিখতে গিয়া লিখি বাঁশ
চারদিকেই তো বাঁশ
কোনটারে নিমু
শালা নিমু মানে ----- ফেইলে দিব লাশ
ভয় করে কি আর কমু ঘোর কলিকাল চইলতাছে