শুকায় সূর্য  দহন  তাপে বসুন্ধরা,  
অশান্ত সুধার আশা প্রতীক্ষা অযথা।
আর্ত প্রাণ জ্বলে  শাপে তৃষ্ণার খরা,
অঝোর কামনা ধারা অবাঞ্ছিত সেথা।
নীল আকাশে বাদল ছিন্ন স্বপ্ন বোনে-
অসীম আকাশ উড়ে কালো মেঘ পরে।
বাষ্প জলের প্লাবন কণা, দুঃখ গানে-
মেঘের জটা জড়িয়ে ধরে অশ্রু ভরে।

সকল প্রাণের আঁখি দৃশ্যে এক’রহে,
ভীরু আঁখি, মনে’প্রাণে ডাকে ত্রাণ’গুরু।
সমর্পিত ভূমি ত্রাসে, ন্যায় বজ্র চাহে,
দুন্দুভি গম্ভীর নাদে  সুর’ধ্বনি শুরু।
আশার পূরণে আজ প্রান্ত শূন্য ডালা।
ঝরিত বর্ষণ তৃপ্তে মিটে মৃত্যু জ্বালা।


-----------------------------------------------
কবিতাটি শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:

কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ