এই আসো সেই আসো পাশে আছো কবিতায়,
সেই দিন এই দিন নাম দেখি কবিতায়।
এই আছো সেই আছো সকালে কি দুপুরে,
সেই দিন এই দিন শোনা যায় নূপুরে।
এই পল সেই পল ডুব মারি বিকেলে,
সেই রাত এই রাত আছে ঝরা বকুলে।
এই হাসি সেই হাসি মিলে মোরা হাসলাম,
এই গান সেই গান কত সুর শুনলাম।
আজকের আসরেতে কত বার খুঁজলাম,
জানলাম দুঃখী তুমি ধরাগলা শুনলাম।
-----------------------------------------------------------------------
বহুদিন আমার কিছু প্রিয় কবিদের, এই আসরে, কোন লেখা আর দেখতে পাই না, সেই সব প্রিয় কবিদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।