বুঝতে যদি অনেক কিছু,
ধরতে পেতে আমার পিছু।
বিশেষ ব্যাখ্যা দরকার নেই,
সহজ বোঝার সম্পর্কে যেই।
কিন্তু স্বরূপ সদাই থাকে,
তোমার পিছন আড়াল ফাঁকে।
আনন্দ বা দুঃখের মাঝে,
রাত্রি দুপুর আমায় ঝাঁকে।
কখনো বা ঢাকের তালে,
মজলিশে বা সোরগোলে।
দু’চোখ তোমার প্রতি পলে,
সুযোগ পেলেই আমায় গেলে।





(এই কবিতাটি অনেক দিন আগে আমার সহধর্মিণীর উদ্দেশ্যে’ই লিখেছিলাম... সুতরাং আসরে কবিদের অনুরোধ, আপনারা এই কবিতাটি আমার নিজ-প্রসঙ্গে রেখে দিলে ব্যাধিত হব।)