হে কবিতা তোমারে, বেসেছি ভালো,
                    মুছে যাক যত, অন্তরের দীনতার কালো।

মর্মে ধরেছে আজ, তোমার গভীর বাণী,
                   জাগে মন নিশ্চুপে, মুছিয়ে কঠিন গ্লানি।

হাসি-কান্না ধন্য আজ, সুখ-দুঃখের ফাঁসে,
                   আশা আছে সমলয়ে, নিরাশার পরিহাসে।

সুখ-দুঃখের কাব্যে, আছে জয়-পরাজয়,
                  ধন্য জীবন আজ, হয়েছে কবিত্বময়।

কবিতা তোমার সুরে, শত ঝংকার ঝরে,
                  সন্দিগ্ধ লয়ের সুর, বিষ-রূপে কণ্ঠে ধরে।  
  
গোধূলির শেষে তাই, ভাঙা সুর বলে যায়,
                  কবিতা প্রাণের আজ, না পারি জানাতে বিদায়।

হে বন্ধু তাই আজ, ঢাকা থাক পরিচয়,
                  কবিতার আঁচল দিয়ে, গোপন বিস্ময়।

দূর হতে বহু দূর, দেখি তাই মন ভরে,
                  শুধু বন্ধুত্বের টানে... হয়ে এক সুরে।।