মোহে ভরা এ জীবন,
খুঁজে ফেরে সারাক্ষণ,
আক্ষেপ আর বাসনাকে।
দ্বিধাহীন জৌলুউস,
আর ভরা যৌবন,
সৌরভ গৌরব মাঝে।
সভ্যতা পশ্চিমে,
ধেয়ে আসে মনপ্রাণে,
বিলাইছে দৈনিক
মোহ-যোজনাতে।
সমাজ’কে ধরে কাজ,
সমাজবিহীন আজ,
হতভাগা দরিদ্রের রাজে।
ভাগ্যের পরিশেষে,
অসত্য জড়ায় এসে,
মেলেনা যে চাওয়া-পাওয়া,
জীবনের শেষে।
নির্মল জীবন ঝাঁকে,
প্রকৃতির আপন রাগে,
মিশে যাক ক্ষমাহীন
মানব সংসারে।
মহাকাল অন্ধকারে,
সত্যের আলো ধরে,
মন যদি ওড়ে সেথা
জোনাকির বেশে।
করো গান মনপ্রাণ,
ঈশ্বরে গড় প্রাণ,
ভিখারিনী হও আজ,
নিজ অন্তরে।।