ওরা যে সেদিন গাইত ভোরের গান,
হয়ে দিনের তারা ঈশ্বরের অকৃপণ দান।
অনুভব ছিল হাওয়াতে যত শত,
ক্যাকটাসের সুগন্ধ ছড়ায় চারি পাশে অবিরত।
রক্তিম ঠোঁটে বাঁকা হাসি হাসে,
আশাহীন বিশ্বাসে পাক খাওয়া চেতনার ফাঁসে।
ওরা যে সেদিন গাইত ভোরের গান,
হয়ে দিনের তারা ঈশ্বরের অকৃপণ দান।
হোক না সে আষাঢ়ের বাস্তব গপ্পো,
সীমাহীন হাতে হয় যদি ধরা আজগুবি উপলব্ধ।
না থাক বিষয় লাভ ক্ষতি দেখা,
না চাওয়া বাসর পড়ে থাকে কোণে,
পলক দুটিতে নেশাভরা মাখা।
শুনি ধ্রুবতারা রাতে দেখা যায়,
রাত তারা যত ছায়া হয়ে ঘোরে,
দিনের আশায় চঞ্চলতায়।
ওরা যে সেদিন গাইত ভোরের গান,
হয়ে দিনের তারা ঈশ্বরের অকৃপণ দান।
রাত কেন শুরু দিনের আগে,
বিপরীত হলে অদ্ভূত লাগে,
মোহময়ী রূপ আজ এই লোকে।
যত তারা ছিল মিছিলে অন্ধকারে,
উজ্জ্বল রূপে ব্যথা দিয়ে আজ,
কাঁদায় পৃথিবী জুড়ে।
বোঝে তারা সব মিটিমিটি হাসে,
পৃথিবীর হাসি গোধূলিতে ভাসে,
দিন হয় যত মিলনের রাসে।
ওরা যে সেদিন গাইত ভোরের গান,
হয়ে দিনের তারা ঈশ্বরের অকৃপণ দান।