(মার মৃত্যু ২৪ জানুয়ারি ২০১৩। শ্মশান ফেরত উনার শূন্যতা, চীর দিন আমার কাছে অপূর্ণ রয়ে গেল।)
রাত্রি শেষে এলাম ঘুরে,
ক্লান্ত পায়ে শূন্য ঘরে।
ভেবেছিলাম অনেক কিছু,
কল্পনা বা সত্যি কিছু।
অবাক কিছু গল্প-কথা,
আশার আলো মনের-কথা।
আপন মনে স্বপন-দেশে,
পরশমণির অভিলাষে।
মনের গর্ভে অ্যালবামে,
ইচ্ছা ভ্রমে কুহক ধামে।
আকাল এলো ভীষণ বেগে,
মিলল সেথায় আপন-দুঃখে।
আশার আলোর ফাটল ধরে,
স্বপ্ন গুলো খসে পড়ে।
ইচ্ছা গুলো বিছায় পাতা,
শূন্য হৃদয় মালা গাঁথা।
শুখনো হৃদয় কাব্য ফেলে,
কান্না ঝরা চক্ষু মেলে।
হতচ্ছারা আকাল শেষে,
যাতার কলে হৃদয় পেষে।