কিছু থুয়ে কিছু থাকে, আপন নির্জন
কিছু ফেলে যায় ছাপ, নিস্তব্ধ গোপন
আসে  বৈধ অবৈধ, জমে আকর্ষণ

নিষিদ্ধ অবস্থান পাক, নিষেধ ভরা ভুল
গোপন অনুষঙ্গ থাক, প্রশ্রয়ের দুইকূল

দুরারোহ যন্ত্রণা আঁকে, নীরব সৃজন মুখ
অগোচরে লুকোচুরি, জন্ম নিষিদ্ধ সুখ

একাকিত্ব অবসান মুছে যাক অপমান
প্রেম বা প্রণয় টানে কল্পনা ধৃতিমান
গোপন সম্পর্ক মোড়া পরকীয়া অভিযান

--------------------------------
@নীল অভিজিৎ