গড়ায় শ্রমিক দুচোখ দিয়ে তোমার
মেঘনা গঙ্গা যমুনা
তোমার মনে আছে বরফ জমা বিমার
সেটাই জয়ের সম্ভাবনা
জোট মিছিলে থমকে দাঁড়ায় যান
এটাই তোমার পৃথিবী
সব পাওয়ার এই ভরসা আনে গান
দেখলে তুমি ছবি
কোটি প্রাণে জোয়ার এলো যখন
হও শুধু সামিল
কৃষক শ্রমিক শপথ শেষে একমন
এটাই হলো মিল
তবে এবার লম্বা চল গ্রাম হতে
তট সুদূর বন্দর
মাঠ পেরিয়ে চল অচেনা পথ ব্রতে
ওই অমোঘ শহর
ক্ষেতের কিষান রুক্ষদেহ ম্লানে
আর কত সবুর
কাস্তে লাঠি এবার তোল সজ্ঞানে
পাশে আছে মজদুর
রক্ত ঘামে রোজ লাল হাতিয়ার
তারা সজ্জিত ভুজ
শাসক-প্রভু যারা, কাড়বে তোমাদের
দু-হাতের সবুজ
আস্থাস্থাপন শ্বাপদ দৃষ্টি তুচ্ছ কর
শব্দবহুল সান্ত্বনাটাই পাওয়া
ঘর নেই তবু পায়ে হাঁট এবার
ঘরের দিকেই যাওয়া
-----------------------------------