সেই দিনটা ভালই ছিল ছিলাম বাইরে দূরে,
সহজ ছিল অনেক কথা ছিলাম অচিন পুরে।
রেডিও খানা ছিল সাথী ঘুরি স্টেশন স্টেশন,
অনুরোধের আসর হয়ে আরও কত নেশাণ।
গল্প দাদুর আসর ছিল বিনাকা গীত মালা,
চাষি ভাইয়ের পল্লীকথায় কানটা ঝালাপালা।
মধ্যরাতে জেগে থেকে কানটা পেতে ধরি,
ওয়েস্ট ইন্ডিজে গাভাস্কার করলো যে সেঞ্চুরি।
সেদিন গুলো হারিয়ে গেলো, হারাল রেডিও,
তার বদলে চমকে দিলো টেলিভিশন ভিডিও।
তবুও কত ভালো ছিল সেই দিনটা আজ দেখি,
গল্প শুনে আকাশবাণী মনে ছবি আঁকি।
কল্পনায় পাত্র-পাত্রী সাজিয়ে নিয়ে মনে,
মানসচিত্র মেলে ধরি নানা রঙ বুননে।
সহ্য ধরে কাঠের চুলায় পিঠা পায়েস কত,
সেকালের মা-মাসিরা বানাতেন অবিরত।
একালের ম্যাম অ্যান্টিদের সময় নেই হাতে,
মোবাইল টিপে হুকুম দিলে পিদজ্জা আসে পাতে।
সময়টা ভাই পাল্টে গেছে অধৈর্যের এই রাজে
সহিষ্ণুতার শিক্ষা শিখি ফিল্মি হিরোর কাছে।