(** নীচে আমার লেখা এই নিবার্ণ কবিতাটি প্রসঙ্গে আমি এতটুকুই বলতে চাই, যা আমি লিখেছি তা শধু প্রচেষ্টা মাত্র, কারন মহাজ্ঞানী বুদ্ধকে নিয়ে লিখতে গিয়ে বারবার উপলব্ধি করেছি ওনাকে নিয়ে লেখা আমার সাধ্যের অতীত...
** আমার সকল প্রিয়জনদের জন্য উৎসর্গীকৃত)
'নির্বাণ'
-
অজেতব্য প্রব্রাজক চলে মধ্যরাত্রি।
বায়ু বয় মৃদুমন্দ নিরঞ্জনা তীরে
বিজাতীয় স্মৃতি ফেলে শোভন অতি যাত্রি।
স্থবির দাঁড়ায় শেষে চেতনার ভিড়ে।
শীর্ণতার ছায়া দেহে মন আকিঁচন
বিচলিত ছিল মন অচিন্তনী ভাবনা
চিন্তায় অনির্ণীত ডুব অজানায় মন
মানুষ নিত্য লাভে কেন দুঃখদ যন্ত্রনা।
জড়া বৃদ্ধ মৃত্যু যত মানুষ পরিলেখ
কোথা মুক্তি যুক্তিচিন্তা প্রতিধ্বনি বাহি
সহসাই দৃষ্ট হয় সুধীর বোধিবৃক্ষ
আম্ভরিক ইন্দ্রিয়গত হন বিমুক্ত রাহী।
ত্যাজ্য করে রাজ্যধর্ম সংসার সবলে
গুম্ফশোভিত রাজপুত্র জটা-বিলম্বিত
তপস্যায় একলভ্য বসেন বৃক্ষতলে
ধ্যানগম্ভীর যোগীশ্বর ধ্যানে বিভূষিত।
দৈবাত সুজাতা আগন্তুক সেথা হন ধন্য
নয়নগোচর আসে শীর্ণ তপস্বী ম্লান
উত্থিত যোগী ভোজেন তৃপ্তে পরমান্ন
ক্লেশ হারা সিদ্ধার্থ বসেন মগ্নধ্যান।
ধ্বনির পশ্চাতপদ হয় প্রতিধ্বনি
অবিরত ছায়া হয় কায়া পশ্চাদ্গামী
জ্ঞানচক্ষু বিকাসিত অমিত হন জ্ঞানী
জাগতিক জ্ঞানপ্রাপ্তি হন আত্মস্বামী।
এইরূপে নদীতট নৈঃশব্দ্য বৃক্ষ তলে
বোধলাভে গৌতম জাগতিক রহস্য
অভিলাষী জীবন দীপ শিখা সম জ্বলে
নির্বাণ কথার অর্থ নিভে শিখা ক্রমশ।
বৃষ্টিস্নাত ঋষিভিক্ষু রোদ বিজলীতে
বৃক্ষতলে ধ্যানমগ্ন ত্যাগী প্রার্থিত-ঐশ্বর্য
জ্ঞানদীপ জ্বলিত হয় গভীর নিশীথে
নত শির নির্বাণ-ধন লভেন আচার্য !
------------------------------------------
( অজেতব্য -> অজেয়, Indomitable; প্রব্রাজক -> সন্ন্যাসী, Saint,
বিজাতীয় -> নিজস্ব নয়, Outlandish; আকিঁচন-> গভীর অনুভূতি, Zeal;
অনির্ণীত -> অস্পষ্ট, Undefined; পরিলেখ -> নক্সা, Profile, বাহি -> প্রেরণ করা, Transmit; সুধীর-> শান্ত, clam; বোধিবৃক্ষ-> যে গাছতলায় বুদ্ধত্ব লাভ করে, Bodhi Tree under which Buddha attained enlightment; গুম্ফশোভিত-> গোঁফযুক্ত, Moustached; জটা-বিলম্বিত-> জটাধারী, suspended Matted Hair; একলভ্য-> সংকল্পিত, determined ; আম্ভরিক -> গম্ভীর, Serious; ইন্দ্রিয়গত -> জ্ঞানপ্রাপ্ত, Sensual;বিমুক্ত-> নিষ্কৃত, Freed; রাহী -> যাত্রী, Passenger; উত্থিত-> জাগ্রত, Raised; অভিলাষী -> আকাংক্ষী, Desirous; প্রার্থিত-> আকাংক্ষীত,Desired; নির্বাণ -> সার্থহীন নিভে যাওয়া, Extinguishments)