শ্রেষ্ঠ সুন্দর ফুল নার্গিস গন্ধে রূপে
রহস্য গড়া রূপে খ্যাত তুমি দৃষ্টান্তে
রূপ-সাগরে গভীর তলে শেষ মাপে-
তুমি সমাপ্ত, চারুত্ব গুনে সেই প্রান্তে-
পথিক থমকে চায়, প্রতি পাপড়িতে
অরূপ রূপের তুলি দিয়ে আঁকা শিল্পে
আমরা ভক্ত ভাবি একমনে নিভৃতে
দুখুঃমিয়াঁ প্রেমে ফোঁটায় অঞ্জলি গল্পে
ব্যর্থ-প্রেম কবিতায় ভরা থাকে মায়া,
দুখী কবিমন নীরব চোখে অনলে,
কাতর অশ্রু ধারা, পিছে নির্মম ছায়া
শত কামনা নীরবে পেষণ অতলে
অপরাধ তার মনে নাই কিছু আর
দলেছো দু’পায়ে কবে তার ফুলহার
-------------------------------------------------------------------
কবি নজরুলের জীবনের প্রথম প্রেমের প্রিয়া 'নার্গিস', যিনি নজরুলের সাথে মূলত প্রবঞ্চনা করেছিলেন, সম্ভবত সেই কারণেই কবি নজরুল সাহিত্যের অপর স্থায়ী রূপ হল প্রেম, আর নজরুল প্রেমের অমর কাব্যধারা সাহিত্যে সত্ত্বারই সার্থক প্রকাশ অত্যাধিক আবেগের প্রাধান্য। তাই বারবার কবি মন ভালবেসেছে, ভালবাসিয়েছেন, কেঁদেছেন, কাঁদিয়েছেন-মিলন আর বিরহে।
শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা কবিতাটি প্রিয় কবি নজরুলের আত্মার উদ্দেশ্যে উৎসর্গকৃত !
অন্ত্যমিল: কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ