সুরের থেকে আলোর খোঁজে
ঘর ছাড়ল সুরজিত
দেখতে চেয়েছিল হৃদয়টাকে
ভিতরটা অন্ধকার
খুঁজতে খুঁজতে পেয়ে গেল পাহাড় শিখর
চোখ বুঝল শির্ষাসন স্টাইলে
অনুভব করেছিল ফেলে আসা শহুরে দিন
ভরদুপুরে ধোঁয়াটে অন্ধকার
এবার কিছু দেখতে পাওয়ার আশা,
একটু একটু শুভ্রতা
শুধু নিরবতা, তারপর...
আলো শুধু আলো...
মৃত্যুকে দেখতে পেল,
মরেনি তবে, দেহে ছিল,
ঘরে ফেরা হয়নি কোনদিন...
-----------------------
@নীল অভিজিৎ