(আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে, সকল নারীদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে নীচে আমার কবিতাটি উৎসর্গ করলাম।)
নরঃ
বেশী লম্বা হোস না,
ছোট হোস নীচু হোস...
আরও নীচু হতে হতে,
মানুষ থেকে দুধদাওয়া ছাগলে,
তার থেকেও ছোট যদি হোস,
সরীসৃপ থেকেও ছোট...
আরও ছোট হোস,
পিঁপড়ার থেকেও --
আর একটু যদি ছোট হতে পারিস ;
নারীঃ
ছোট হতে হতে উইপোকা --
কুরে কুরে খাই, ফাটল গুঁড়ি,
ছালবাকলা যা কিছু পাই,
কুরতে কুরতে কাঠের আলমারি,
দেরাজ হতে ভাঙ্গা চৌকির পায়া,
দরজা জানালা, সংসারের যাবতীয় --
পরিশেষে গুঁড়ো গুঁড়ো সব কিছুই ধুলো,
পাহাড় প্রমান উঁচু জড়ো,
না হয় যাব আরও, যাব যাব...
চলে যাব আর নিচু,
কুরতে কুরতে খুঁড়তে খুঁড়তে --
অনেক নীচে নেমে যাব, পাতালে...
তাকাস না এদিকে, অন্ধকার গর্ত,
চোখের জলে ভরে আছে,
যেখানে সীতা থাকে।