তপ্ত হাওয়ায় পাষাণ তল
শুকন আশায় রুগ্ন মন
কোথায় বৃষ্টি কোথায় জল
বৃষ্টি খুঁজি সারাক্ষণ
শুকিয়ে যাওয়া শহরতলি
দরিদ্রতার বন্ধ নীড়ে
বৃষ্টি নেই যে অলিগলি
নিরাশ হয়ে আশার ঘোরে
অপমানে শরীর ভরা
স্বপ্নগুলো জেগে উঠুক
শরীর বেয়ে নাবুক ধারা
ভীষণ বর্ষা এবার নামুক
শুকিয়ে গেছে রক্তদাগ
বৃষ্টি কবে বাঁধবে শুনি
আসুক বৃষ্টি ধুয়ে যাক
একই ছাদে গরিব ধনী
হতাশ প্রেমিক অবাধ্য আজ
এমন একটি দুপুর দিনে
শুকনো মালা গলায় বিরাজ
ভাসাক বর্ষা প্রবল বানে
সেই আশাতে বসে আছি
ব্যর্থ সমাজ ধ্বংস হোক
বৃষ্টি নামুক আবার বাঁচি
নতুন প্রাণ করুক ভোগ