মানুষের মধ্যে আমি প্রকৃতি খুঁজতে গিয়ে পথ হারিয়েছি,
উদ্ভিদও প্রানি, কিন্তু ওরা তো মানুষ হয়নি,
তাই সুযোগ পেলে ওরা নিজেরাই নিজেদের জঙ্গলী বানাতে উদ্ধত,
সবুজের ছায়া বিছিয়ে দিব্বি আনন্দে হাত ধরে আদিম ভাবে থাকতে চায়,
পাখিদের সাথে ওদের বেশ ভাব ভালোবাসা,
দক্ষিণ হাওয়ার সাথে হাসে আর হাত-পা নাড়ে,
পরস্পরে হেলে দুলে নিস্তব্ধ ভাষায় ফিসফিস করে,
ওরা নদীর কাছে করুণা চায়, সূর্যের কাছে ভিক্ষা চায়,
আদিম যুগ থেকে মানুষ প্রয়োজন মতো ওদের বিনাশ করে চলেছে,
ওরা আকাশের কাছে হাত তুলে মূক প্রতিবাদ করে,
অথচ প্রতিবাদ করে না মানুষের কাছে,
শুধু মানুষের জন্য ওদের কোন ভাষা নেই,
নেই প্রত্যাশা, নেই কোন ক্ষোভ,
কিছু চায় না মানুষের কাছে, শুধু নীরবে দেখে,
ওদের নেই সেই যোগ্যতা, যে মানুষের বিশদ ব্যাখ্যা করে,
পারে না অনুবাদ করতে মনুষ্যত্ব আর মানবিকতাদের,
ভাষা খুঁজে পায় না, আর ভাবে... এরা কি রকম জীব?
হয়তো প্রকৃতির কাছে হাত জোড় করে বলে, ওদের সুবুদ্ধি দিও।
---------------------------------------------
(ইংরাজী অনুবাদ ...)
## Language of the green ##
Amidst the people i lost my way in finding nature,
Plants are also living beings but they are not human,
So if circumstances provided they tend to make themselves wild,
Spreading the shade of green they remain primitive in the hands of joy,
Corelating easily and merrily with the birds,
Laughing with the south wind and holding each others hands,
Commmunicating each other and whispering in a silent language,
They want mercy from the river, seeks alms from the sun,
Since the primitive era people are destroying them as needed,
They raise their hands against the sky and protest mutely,
And yet to human they don't protest,
They just have no language to connect to the human beings,
They have no hope, no protest, no anger for them;
They do not ask their wishes, simply watch human silently,
They do not have that quality, to explain the delails of human beings,
Can not translate humanity and morality,
Can not find the language, to figure out and think what kind of creatures are they?
Maybe they join their hands to nature and pray to give them prudence.
-------------- ------------- --------------
@Avijit Roy, Chandipur, Orissa.