মহোদয়, আপনি যদি বিস্তর জনবহুল প্রান্তরে হারিয়ে যান
নির্ঘাত আপনার আলো কমে আসবে
ধীরে ধীরে অন্ধকার পরিবেশ আপনাকে নিয়ে আসবে আরও অন্ধকারে
ব্রহ্মাণ্ডের ভিতরে তখন সর্ব-গ্রহণ গ্রাস লেগেছে
আকাশে একটা তারাও দেখতে পাবেন না
খুব অস্বস্তিকর লাগছে বরং আপনি একটু এগিয়ে যান
অন্ধকার থেকে আলোর দিকে ... পিছন থেকে সামনে
প্রচুর আলোক রশ্মি আপনার দুচোখে তখন নাচবে ...
তাতা থই আপনাকে আস্তেআস্তে নগ্ন করবে
অস্বস্তিকর হলেও ভিতরটা দেখান
সময়কে আপনি ঘড়ি ভেবে খুলে দিন
নিজস্ব পরিচয়টা ভুলে গেলেন?
আপনার সব কিছু খুলে নগ্ন হয়ে এবার পরিচয় খুঁজুন
ব্যাপারটা আপনার যদি আপত্তিকর লাগে
ফিরে আসুন আবার অন্ধকারে
এবার আপনি নিজেই নগ্ন হতে চাইবেন!
যতই নির্দোষ ভাবুন, অজানা মামলার স্রোতের চাপে আপনি গভীরতায় তলিয়ে যাচ্ছেন
কারণ, মৃত্যু তখন আপনাকে আলিঙ্গন করতে চাইছে