হটাৎ আবিষ্কার করি--
শামুকের মতো আমাদের অবয়ব
নাকের ডগায় তার রমণীয় বিন্দু বিন্দু
আমার ভালোলাগা...

সিদ্ধান্ত নিয়ে ফেলি--
আজ থেকে দিনের মতো বেরিয়ে আসব!
মুক্তির টানে, কিছু স্বপ্ন, কিছু মানে,
সেই আমার ভালোবাসা…

বেরোতেই হবে, আমার সহজাত আদিমতা,
একবার, আকাশটাকে ভালো করে মাখব গায়ে
চাঁদের আলোয়, হারিয়ে যাওয়ার আগে--
অপেক্ষামান একজোড়া চোখ ভরসা আমার,
জ্যোৎস্না ছোঁয়া শিশির ভেজা,
সে এক সংক্ষিপ্ত মুলতানী সুর
পরম হলেও চিরদিন না

জড়ান সব শিকড় ছিঁড়ে...
একটু ছুটি, ছুটেই চলি...
সত্যিই সম্ভব? না না তা হয় না...
সেই খোলসেই, আমরা আবার,
গুঁটিয়ে যাওয়া শামুক অশ্রুপাতে--

প্রতিদিনের জোয়ার ভাটায়
পড়ে থাকি জলের পাকে কাদার ভিতর--
ফেলে আসা কল্পমায়া...
যা জন্মায়নি তার স্মৃতি নেই
ভালোবাসার, সংজ্ঞা জানা নেই
লিখব না আর মনের কথা, থাক গে।

----------