প্রতি দিনে শর্ত পালন করেছি আমি
প্রতিবাদীদের করি চাকুতে চালান
অনুগত্য অক্ষরে মিলিয়ে দেখ তুমি
প্রভুত্ব মানেনি যারা করি হয়রান
কেন দাপাবেনা আজ আমাদের দল
কঠিন হতে কঠিন সেতো স্বাভাবিক
অবশ্য পুলিশ ছিল সাথে ছিল বল
থাক ওরা শোকে গুলিতে মরুক
শান্তি শৃঙ্খলা আজ এমনি আসে নাই
বিরোধীর চোখে যদি এদিকে তাকাবে
সন্ত্রাসবাদী পরিচয়ে পাবে যে ঠাই
দক্ষ আমলারাও কঠিন সাজা পাবে
চরম শাসনে রাজ্য উচু জায়গায়
বিরোধিতা কর যাবে নরক যাত্রায়
------------------------------------------------
অন্ত্যমিল নিম্নরূপ:
কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ