সুসংগত অঙ্কে মাপলে--
অবশ্যই জলের এক আয়তন বেরিয়ে আসে,
তবুও জলের কোন আকার নেই,
যে পাত্রেই রাখ, সেই প্রকার রূপ নেবে,
যেমন মানুষকে, যে পরিবেশেই রাখ--
ধর্ম থেকে রাজনীতি বা আরও কিছু,
ঠিক সেই আকারে নিজেকে গড়ে ফেলতে অভ্যস্ত,
গড়ে তুলতে পারে তার মান ও উজ্জ্বলতাকে,
গণতান্ত্রিক, ধনতান্ত্রিক অথবা অন্য রূপে...
যারা কিছুই পারেনা, তারা গরীব,
আসলটা হোল, কাঠামো বা আকার,
আর আকার বানানোর দায়িত্ব থাকে--
রাষ্ট্র নায়কের হাতে,
এই ভাবেই বুঝিয়ে ছিলেন, অর্থনীতি বিষয়টা কি?
প্রফেসর ব্যানার্জী তার শেষ লেকচারে।