অনেকে অনেক কিছু ভাবে
অনেকে অনেক কিছু বলে
ঢাক পিটিয়ে নিজস্ব গতির কথাও বলি,
ভূবন আহ্নিক আবর্তনে ...
অনুপাতে কলকাতা কি--
মেগা স্মার্ট সিটির গতিতে?
আর একটু এগিয়ে বিশ্বের বেগ মাপ
যাবতীয় তারই ভিতরে,
আর আমরা ভুলে যাই, বারেবারে--
পৃথিবীর গাড়িটা থামাতে চাই,
সবুর কর আচ্ছে দিন আসছে...
লোকাল-ট্রেন এখন বুলেট-ট্রেনে রূপান্তরিত
থামালেই যে নেমে যেতে হবে...
সে-এক নির্দিষ্ট সময়, নেমে যেতেই হবে...
সলিলদা তোমাকে ভীষণ মনে পড়ছে ।