পৌঁছলুম যখন প্রাঞ্জল দুপুর,
চতুর্দিকে শহর জুড়ান বসন্তের রোদ,
হাওয়ায় হাওয়ায় বুড়োটে আমি,
ছায়াহীন হয়ে বেরিয়ে আসি...
তোর শরীরের ঢেউ ভাঙ্গতে ভাঙ্গতে...
শিশুর মতো পালতোলা কাগুজে নৌকার ওঠানামা...
হয়ত তোর মন খারাপের ক্যানভাসে,
রঙিন স্বপ্নের রং হয়ে,
খোলসহীন শামুকের মতো...
পায়ের ছাপ ফেলে বেড়িয়ে আসা,
যেখানে যাই, সেখানেই পাই...
বিছিয়ে রাখা সবুজ ডালপালা,
সত্যি তোকে অতিক্রম করা অসম্ভব!
মাঝখানে গুটিসুটি হয়ে শুয়ে থাকি তাই।