বেশ আছি উলঙ্গ, গায়ে নেই জামা
নাম সত্য, লোকে বলে হয়েছি ফেরার
সবাইকে স্পর্শ করি অনুভবিত না, আহা কি গরিমা
অদৃশ্য তাই, সর্বত্র ঘুরি এ’সংসার
অবাধ স্বচ্ছন্দ চাই, ভাবে অদ্ভুত
ওরা বলে মতলবি ও’বেটাকে ধর
অচেনা বিশ্বাসঘাতক মনে হয় কোন মামদোভুত
সাবধানে থাকিস হুম, বেটা গুপ্তচর
বিকৃত হব’না আমি, বরং অদৃশ্য রই
সেদিনের ছোট ছেলেটা দুধে ফোটা
সেও দেখি বলে, যৌতুক ফিরালে মিলবে ধোলাই
মনে মনে ভাবে, সত্যটা মাথামোটা।