অস্ত্র ধরে দেবদূতেরা আগে, এটাই ওদের স্বভাব
পিছন পিছন দেহ নিয়ে, হাটেন দেবতারা
রকমারি বর্মধারী, ওদের নাকী নিরাপত্তার অভাব

স্বাধীন দেশের অধীন প্রজাপুঁজ, যথোচিতের আশায়  জপে
ছলেবলে মিথ্যা ছুঁয়ে, মিথ্যা নেই আর
হতচিত্র বাঁচাতে ঘটুক সর্বনাশ, সর্বসহা একসূত্রে কাঁপে

জনার্দন তো ভাসমান ভোটব্যাঙ্ক, বিন্দু বিন্দু ঝরে রক্তঘাম
রক্তমাখা দুহাতে রং, প্রশ্ন করো কি রং
মুখের উলকি দেখে চিনে নাও, আত্মঘাতীর নামধাম

ওমা ওরা করছে ওকি, বাহাত্তরের বুড়িকে ঘিরে ধরে
বাজীর শব্দে কেঁপে ওঠা, পালন জন্মদিনে
শূন্যতলে দাঁড়িয়ে দেখি, হটাৎ বুঝি মৃত্যু ঘটে বুড়িথুত্থুরে  

অবশিষ্ট যা-কিছু কলঙ্ক টলটলে, অনুষ্টানে ধুয়ে যাবে
অবসাদ মূক করে, বিসর্জন করি অন্ধকারে
সরে যান সরে যান, দেবতা আজ আসন পাবে