নেকড়েরা এখন আর জঙ্গলে থাকে না
থাকে এই শহর কলকাতায়
রাতে পার্কস্টিটে রেস্তরাঁর পাশে
দিনেও পাওয়া যায় জিডি বিড়লায়
ওরা বেশ সুরক্ষিত স্বচ্ছন্দে ঘোরে
রাতে সুজেটদের সন্ধানে
আর দিনে শিশুদের ধরে
কাজের মাসি মালতীর বস্তি থেকে মেয়ে চুরি গেছে
দিনে দুপুরে, কিন্তু দোষ দেবে কাকে ?
গেল পুলিশ আমলাদের পিছে
ওরা বলে, ভিরে সরু হয়ে জায়গা করে নিতে হয়
একটু আধটু পিঁপড়েও মরে পা বাড়ালে
মেয়ে হারিয়েছে, সরু হয়েই যাচ্ছে ...
সর্বত্র ভয়, শুধু বাঁচা সদর শহর আড়ালে