দিনটা ছিল কালো,
অস্ত্রগুলো ছায়া হতে ছায়াঘন,
ঋতু ভুলে যায় তার নাম,
রাজ্যবাসী বলে হাড়হিম গ্রীষ্ম,
কৃষ্ণচূড়া পলাশরা ঝরেছে আগে,
ডালিম-ফুল কুঁকড়ে শুকিয়ে,
লাল কুঁড়িরা না-ফোটার আগে,
বাড়বাড়ন্ত অস্ত্রগুলোর ছায়া,
দাপিয়ে বেড়ায় নালার লাল জলে,
আতংকিত আজ ইতিহাস,
আমাদের রক্তের মতো লাল,
কিন্তু কুঁড়ি ফুটবেই...
আগামী বসন্তে।